Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

বিষ ফোড়ন

বিষ ফোড়ন





 
মমতা মজুমদার

এই যে এত বিষাদ,
এত আঁধার হৃদয়ের চারপাশ!
এত দুর্ভোগ ঘিরে রেখেছে নেই কোনো হা-হুতাশ।
নেই উচ্ছ্বাস, নেই আবেগে রং, স্বপ্নেরও দিয়েছি দাফন।
তাকে আর দেখি না ঘটা করে যখন তখন!
তোমাদের শহরে কে কবে পেয়েছে বলো
ভালোবাসার মূল্যায়ন?
তবু বোঝে না তো মন, কাঁদে শুধু সংগোপন;
আকাশে-বাতাসে ছেয়ে যায় ধুলোপড়া স্মৃতির দহন।
কখনো ঝড়, কখনো লন্ডভন্ড হয়ে পড়ে এক
টুকরো অনুরাগের শিহরণ;
ব্যথায় কুঁকড়ে ওঠে ভারী হয় বুকের পাঁজর।
বিষাদের ছাইগুলো পুড়ে পুড়ে করে শুধু স্মৃতিচারণ।
সময়ের দোলাচলে নিয়তিরাও পিছু নেয় আমরণ।
দেখি না কোথাও এতটুকু নিঃস্বার্থ ভালোবাসা
রেখেছে কারও প্রিয়জন!
সবই যে মিছে এই পৃথিবীতে,
যে থাকবে বলে পাশে তুলে দেয় শত নীতিকথার আলোড়ন
সেও প্রয়োজন শেষে চলে যায় বসন্তের কোকিলের মতন।
এই তো রীতিমতো হচ্ছে এই শহরের অলিগলিতে নিঃসৃত বিষ ফোড়ন।

কমেন্ট বক্স