Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


তিন হাজার কারাবন্দিকে মুক্তি দেয়ার পরিকল্পনা মিয়ানমার জান্তার

তিন হাজার কারাবন্দিকে মুক্তি দেয়ার পরিকল্পনা মিয়ানমার জান্তার ছবি : সংগৃহীত



 
নতুন বছর উপলক্ষে তিন হাজারেরও বেশি কারাবন্দিকে মুক্তি দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে মিয়ানমার সরকার। তাদের মধ্যে আছেন ৯৮ জন বিদেশিও। এক বিবৃততে এ কথা জানায় দেশটির সেনাবাহিনী। দেশটির সেনা জান্তা বিবৃতিতে বলেছে, মানবিক উদ্বেগ এবং মানুষকে খুশি করতেই এ উদ্যোগ। ক্ষমাপ্রাপ্তরা ফের অপরাধ করলে তাদের বাকি সাজাসহ অতিরিক্ত শাস্তি ভোগ করতে হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। তবে যাদের মুক্তি দেয়া হচ্ছে তাদের মধ্যে ২০২১ সালের সেনা অভ্যূত্থান বিরোধীতাকারীরা আছেন কি-না, তা বলা হয়নি।   

ক্ষমতা দখল করার পর হাজার হাজার বিরোধী এবং গণতন্ত্রপন্থী কর্মীকে জেলে ঢুকিয়েছে সেনাবাহিনী। মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বলছে, অভ্যুত্থানের বিরোধিতা করার জন্য অন্তত ১৭ হাজার ৪৬০ জনকে আটক রাখা হয়েছে।



ঠিকানা/এম

কমেন্ট বক্স