এক বছর আগে চাঁদপুর জেলার কচুয়ায় সংঘটিত একটি হত্যা মামলার আসামি মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নগরের পাহাড়তলীর ঝর্ণাপাড়া এলাকা থেকে শরিফ হোসেন (২০) ও তার মা ফাতেমা বেগমকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, ২০২২ সালের ২ সেপ্টেম্বর কাজে যাওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে চাচা ফারুককে কুপিয়ে আহত করে পালিয়ে যান ভাতিজা শরিফ হোসেন। পরদিন ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা যান।
এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে চাঁদপুর জেলার কচুয়া থানায় একটি হত্যা মামলা করেন। ফারুক হত্যাকাণ্ডে ইন্ধন দেন ফাতেমা বেগম। গত বৃহস্পতিবার বিকেলে গোপন খবর পেয়ে নগরের ঝর্ণাপাড়া এলাকা থেকে মা ও ছেলেকে গ্রেপ্তার করে র্যাব। তাদের কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা/এনআই