ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের নীতিনির্ধারণী পর্যায়ের একমাত্র নারী সদস্য ড. জামিলা আবদেল্লাহ তাহা আল-শান্তি (৬৮) ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। ১৯ অক্টোবর বৃহস্পতিবার ভোরে তিনি নিহত হন বলে জানিয়েছে আল জাজিরা, টাইমস অব ইসরায়েল ও মিডল ইস্ট মনিটর।
জামিলা ফিলিস্তিনের আইন পরিষদের সদস্য ছিলেন। ২০২১ সালে গাজা উপত্যকায় হামাসের রাজনৈতিক শাখায় প্রথম এবং একমাত্র নারী হিসেবে সদস্য নির্বাচিত হন। যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পলিটব্যুরোই হামাসের সর্বোচ্চ শাখা।
জামিলার আরেকটি পরিচয় তিনি হামাসের সহপ্রতিষ্ঠাতা আবদেল আজিল আল-রান্টিসির স্ত্রী। রান্টিসি ২০০৪ সালে গাড়ি চালানো অবস্থায় ইসরায়েলি বোমা হামলায় নিহত হন। এদিকে নিজ ঘরে জামিলা নিহত হয়েছেন বলে জানালেও গাজার কোথায় তার বাসা ছিল, সে বিষয়ে কিছু জানা যায়নি।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


