Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


যুক্তরাষ্ট্র থেকে তেল ক্রয় বাড়িয়েছে ভারত, বন্ধ হয়নি রাশিয়া থেকে আমদানি

যুক্তরাষ্ট্র থেকে তেল ক্রয় বাড়িয়েছে ভারত, বন্ধ হয়নি রাশিয়া থেকে আমদানি ছবি : সংগৃহীত



 
রাশিয়া থেকে তেল কেনার জের ধরে ভারতকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত শুল্ক ও নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছিল। সেই সূত্র ধরে, ২০২২ সালের পর এবার চলতি মাসে যুক্তরাষ্ট্র থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ধারণা করা হচ্ছে, রাশিয়ার তেলের উপর নির্ভরতা কমাতে ভারত এই পদক্ষেপ নিয়েছে।

এনার্জি কনসালটিং কোম্পানি কেপলারের তথ্য অনুসারে, ২৭ অক্টোবর পর্যন্ত ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দৈনিক ৫ দশমিক ৪ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। এই মাসের শেষে এই সংখ্যাটি দৈনিক ৫ দশমিক ৭৫ লক্ষ ব্যারেলে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। নভেম্বরের বুকিং দৈনিক ৪ থেকে ৪ দশমিক ৫ লক্ষ ব্যারেলের মধ্যে থাকতে পারে।

কেপলারের প্রধান গবেষণা বিশ্লেষক সুমিত রিতোলিয়া জানান, মূলত অর্থনৈতিক কারণেই মার্কিন তেল আমদানি বৃদ্ধি করেছে ভারত। ব্রেন্ট এবং ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামের ক্রমবর্ধমান ব্যবধান, মার্কিন তেলের তুলনামূলক কম দাম এবং চীনের চাহিদা কমে যাওয়ায় ভারতীয় শোধনাগারগুলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে আগ্রহী হচ্ছে।

তবে, আমেরিকা থেকে তেল কেনা বাড়লেও রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করেনি ভারত। রাশিয়া এখনও ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী হিসাবে রয়ে গিয়েছে, যা ভারতের মোট আমদানির প্রায় এক-তৃতীয়াংশ। এর পরেই ইরাক থেকে দ্বিতীয় সর্বোচ্চ তেল কিনছে ভারত। এরপরের তালিকায় আছে সৌদি আরব।

ভারতীয় সরকারি ও তেল শিল্প সূত্রগুলো জানিয়েছে, ভারতীয় তেল শোধনাগারগুলি সম্প্রতি ইউএস মিডল্যান্ড ডাব্লুটিআই এবং মার্স গ্রেড অপরিশোধিত তেলের ক্রয় বাড়িয়েছে। এর প্রধান লক্ষ্য হলো সরবরাহের উৎসকে বহুমুখী করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সহযোগিতার বার্তা দেওয়া। 

রাশিয়ার তেল কোম্পানি রোসনেফ্ট এবং লুকঅয়েলের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা কঠোর হওয়ার প্রেক্ষাপটে এই পরিবর্তনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে, ভারতের তেল শোধনাগারগুলি এখনও এই প্রতিষ্ঠানগুলো থেকে তেল কেনা অব্যাহত রেখেছে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স