Thikana News
০৭ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৭ জুলাই ২০২৪

হামাস ও ইসরায়েলির যুদ্ধ

হামাস ও ইসরায়েলির যুদ্ধ
মোহাম্মদ আব্দুল আজিজ

হামাস ও ইসরায়েলির
কী ভয়ানক যুদ্ধ!
ছাড়ছে না তো কেউ কাউকে মারে গোষ্ঠীসুদ্ধ।

ফিলিস্তিনি হামলে পড়ে
ইসরায়েলির ঘরে,
সে হামলাতে নিরীহ প্রাণ হাজার হাজার মরে।

ইসরায়েলি হামলে পড়ে
ফিলিস্তিনির ’পরে,
মুহুর্মুহু বোমার ঘায়ে লক্ষ প্রাণ যে ঝরে।

যুদ্ধ যুদ্ধ এ খেলায়
করছে শুধু ধ্বংস,
মানুষ, পশুপাখি, বৃক্ষহারা কুল ও বংশ।

দালানকোঠা অট্টালিকা
ভেঙে হচ্ছে চুর,
জীবন থেকে সুখশান্তি পালায় শুধুই দূর।

যুদ্ধে হতাহত সবার
কী নিদারুণ দৃশ্য!
তাদের দুঃখ অনুভবে কাঁদছে সারা বিশ্ব।

চারদিকে ধ্বংসস্তূপ
রক্তবন্যা বয়,
এই দুঃখকষ্ট বলো কাহার প্রাণে সয়?

নরনারী অসহায় প্রাণ
ছুটছে দিগি¦দিক,
এহেন মারণখেলার দিচ্ছে শুধুই ধিক।

অন্ন-বস্ত্র, আবাস ও
সুচিকিৎসার তরে,
বুকফাটানো আর্তনাদে বাতাস ভারী করে।

যুদ্ধাহত সর্বহারা
চাচ্ছে পরিত্রাণ,
অসহায়ের সহায় হবে সাহায্য ও ত্রাণ।

মানবতার হাত বাড়িয়ে
আনুক প্রীতি-সাম্য,
এমনতর বাসনা হোক সবার তরে কাম্য।

চাই না এই মারণখেলা
যুদ্ধ যুদ্ধ আর,
জাতিসংঘ দিক দৃষ্টি করুক বিচার তার ॥

কমেন্ট বক্স