Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

শুভক্ষণ

শুভক্ষণ





 
কাজী নাজরিন

স্বল্পমাত্রার জীবনে অল্প অল্প করে কাটে কত বেলা
কখনো শুভ, কখনো অশুভ চলে হরেক রকম মেলা।
দিবানিশি হিসাব কষিয়ে পুরাতে থাকুন খাতা
মনের অজান্তে খসে পড়ে যাবে হাজারো পুরোনো ব্যথা।
স্মৃতির আলোয় বিষাদ ছড়িয়ে আলোকের খোঁজে চলা
সুখের সাথে মধুর বেশে আনমনে কত কথা বলা।
রঙিন জীবনে অনাবিল আনন্দে দুঃখ ভুলে যাই
যতটুকু মোর সাধ্য আছে তাতেই তৃপ্তি পাই।
উড়ন্ত বকের পাখায় পাখায় সুখ খুঁজে মজা পাই
অসীমের পানে শুভক্ষণের আগমনী সুর বাজাই।

কমেন্ট বক্স