কোমল দাস
বিড়ালেরা জ্বলছিল
নিজ কান মলছিল
জোরে জোরে বলছিল
ঘটনাতে গোল ছিল
ছাড়ব না আর,
ইঁদুরেরে ধরে ধরে করো ছারখার।
বেড়ে গেছে ঢের বেশি
ঘটনার জের বেশি
বলব না এর বেশি
মার দেব ফের বেশি
ট্রেনিংই সব,
লন্ডনে চলছে যে ট্রেনিংয়ের রব।
সে ট্রেনিংয়ে ধরা শিখে
চলো আসি ত্বরা শিখে
নিজেদের গড়া শিখে
ইংরেজি পড়া শিখে
ইংরেজ ভাবে,
সুদক্ষ বিড়ালেরা ইঁদুরেরে খাবে।
কিসে বেশি খায় ধরা
কী উপায়ে যায় ধরা
ঘাড়ে নাকি পায় ধরা
ডানে নাকি বায় ধরা
শিখে আসি সর।
এই শুনে শত শত ইঁদুরের জ্বর।