সোমা মুৎসুদ্দী
নীলাম্বরী নীল নয়না পরেছ নীল শাড়ি
কোথায় তোমার দেশগো কন্যা, কোথায় তোমার বাড়ি।
হাঁটতে গেলেই পায়ের নূপুর ছলাৎ ছলাৎ ছল
তোমায় দেখে উছলে পড়ে মন যমুনার জল।
চোখের মায়ায় হারিয়ে যাই যেন সবুজ বন
তোমায় দিতে পারি কন্যা চণ্ডীদাস এই মন।
কথায় তোমার মুক্তো ঝরে যেন চাঁদের আলো
প্রথম দেখায় মন কেড়েছ লেগেছে ভীষণ ভালো।
থাকো নাকি দূরের গাঁয়ে পাখপাখালির ছায়
তোমায় আনতে যাব কন্যা সবুজ অবুঝ গাঁয়।
আবার জানি হবে দেখা শরৎ মেঘের মাঝে
আমায় দেখে একটু হেসো মিষ্টি মধুর লাজে।