Thikana News
২৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


যুক্তরাষ্ট্রের মতো ভুল না করতে ইসরায়েলকে বাইডেনের পরামর্শ

যুক্তরাষ্ট্রের মতো ভুল না করতে ইসরায়েলকে বাইডেনের পরামর্শ ছবি সংগৃহীত



 
মারাত্মক হামলার শিকার হয়ে ইসরায়েলিদের ক্রোধে অন্ধ না হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০০১ সালে টুইন টাওয়ার হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে এক সতর্কবার্তায় তিনি জানান, সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রও ভুল করেছিল।

বাইডেন বলেন, ‘আমি সতর্ক করছি, রাগান্বিত হলে এর দ্বারা প্রভাবিত হবেন না। ৯/১১ হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রে আমরাও ক্ষুব্ধ হয়েছিলাম। যখন আমরা ন্যায়বিচার চেয়েছিলাম—ন্যায়বিচার পেয়েছি, তখন আমরা ভুলও করেছি।’

ভারতীয় এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফরে গিয়ে এসব মন্তব্য করেছেন।

ইসরায়েল সফরে গিয়ে জো বাইডেন আরও বলেছেন, ‘গাজার হাসপাতালে বোমা হামলা দেখে আমি ক্ষুব্ধ ও ব্যথিত হয়েছি। যা দেখেছি, তাতে মনে হচ্ছে, গাজার হাসপাতালে ইসরায়েল নয়, অন্য দল হামলা করেছে। তবে এখনো অনেক মানুষই বিষয়টি সম্পর্কে নিশ্চিত নয়।’

গাজা উপত্যকায় আল-আহলি হাসপাতালে বিস্ফোরণে শত শত লোক নিহত হওয়ার পর বাইডেন জরুরি ভিত্তিতে ইসরায়েল সফর করেন। হামাস এই বিস্ফোরণের জন্য ইসরায়েলি বিমান হামলাকে দায়ী করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, ফিলিস্তিনি কোনো সশস্ত্র বাহিনীর ছোড়া রকেট ব্যর্থ হয়ে হাসপাতালে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

১৮ অক্টোবর বুধবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে পৌঁছেছেন জো বাইডেন। এরপর তিনি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা, হামাসের নৃশংসতা এবং শিশুদের ওপর এই হামলার প্রভাব নিয়ে কথা বলেন তারা। তেল আবিবে পৌঁছানোর পর হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি নিজের সমর্থনও প্রকাশ করেন বাইডেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স