Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

চীন-ব্রাজিল সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল : লুলা দা সিলভা

চীন-ব্রাজিল সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল : লুলা দা সিলভা ছবি : সংগৃহীত
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা তার পূর্ণ আস্থা প্রকাশ করেছেন যে ব্রাজিল-চীন সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল। ১৪ এপ্রিল (শুক্রবার) বেইজিংয়ে মহাগণভবনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে আস্থার কথা জানান তিনি।

লুলা বলেন, চীনে তার চতুর্থ সফরে একটি বড় প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পেরে তিনি সম্মানিত ও গর্বিত। গত বছর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমেরিকার বাইরে এটাই তার প্রথম সফর। এই পছন্দ চীনের প্রতি ব্রাজিলের আগ্রহ এবং ব্রাজিল-চীন সম্পর্কের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

লুলা বলেন, অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে ব্রাজিল ও চীনের অভিন্ন মতামত ও স্বার্থ রয়েছে। উভয় পক্ষই বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক সমতা ও ন্যায়বিচারকে সমর্থন করে। ব্রাজিল জি-২০, ব্রিকস এবং অন্যান্য বহুপাক্ষিক সংস্থায় কৌশলগত সমন্বয় জোরদার করতে, আন্তর্জাতিক অর্থায়ন, জলবায়ু প্রতিক্রিয়া এবং পরিবেশ সুরক্ষায় সমন্বয় ও সহযোগিতা বাড়াতে এবং অন্যায্য নিয়মগুলো ঝেড়ে ফেলার জন্য উন্নয়নশীল দেশগুলির প্রচেষ্টায় অবদান রাখতে এবং ন্যায্যতা উপলব্ধি করতে চীনের সাথে কাজ করতে প্রস্তুত।

দুই প্রেসিডেন্ট ইউক্রেন সংকট নিয়েও মতবিনিময় করেন। উভয়পক্ষই সম্মত হয়েছে যে সংলাপ এবং আলোচনাই এটি নিষ্পত্তির একমাত্র সম্ভাব্য উপায় এবং এর শান্তিপূর্ণ সমাধানের জন্য সহায়ক সকল প্রচেষ্টাকে উৎসাহিত ও সমর্থন করা উচিত। তারা ইউক্রেন সংকটের রাজনৈতিক নিষ্পত্তির জন্য গঠনমূলক ভূমিকা পালনের জন্য আরও দেশকে আহ্বান জানিয়েছেন। দুই প্রেসিডেন্ট এ বিষয়ে যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন।

আলোচনার আগে শি জিনপিং গ্রেট হল অফ দ্য পিপলের পূর্ব প্রবেশপথের বাইরে স্কোয়ারে লুলার জন্য একটি অভ্যর্ত্থনা অনুষ্ঠানের আয়োজন করেন। লুলা গণমুক্তি ফৌজের গার্ড অব অনার পরিদর্শন করেন। সূত্র : চায়না ডেইলি


ঠিকানা/এম

কমেন্ট বক্স