লুৎফুর রহমান চৌধুরী
চলছে আজ জোয়ার-ভাটা
কেউ শুনে না কারও কথা
বড়দের মধ্যে নেই মায়া-মমতা
রহমতের দিন আজ কাঁদছে একা।
কোনো কিছুর মাঝে নেই মোরাদ
পাপে ভরে যাচ্ছে এই দু’হাত
গোনাহর পাল্লা হচ্ছে ভারী
শেষ পথ কেমনে দেব পাড়ি।
সারা শরীরে পাপের গন্ধ
কী করে করব মুক্ত অঙ্গ
চারপাশে দূষিত বাতাস
ধরছে এখন সঙ্গ।
চলছে আজ জোয়ার-ভাটা
সামনে যাওয়ার পথটা বাঁকা
আসল পথ খুঁজতে গিয়ে
সবই দেখি কালো চাদরে ঢাকা।
চোখটা ঘেরা অন্ধকারে
দাঁড়িয়ে আছে মৃত্যুদুয়ারে
সব খেলা বন্ধ করে
তৈরি হও যেতে কবরে।