আনজানা ডালিয়া
মাঝেমধ্যে বিরহে যাওয়া ভালো
আড়ালে নির্জনে জ্বালিয়ে আলো
নিজের মতো কিছু সময় বসে থাকা যায়
তাহলে মনের দৃষ্টি প্রখরতা পায়।
আকাশ-মাটি একাকার
নির্ঝঞ্ঝাট সমাজ-সংসার
তুমি নেই,
আমি নেই,
কেউ নেই,
কিছু নেই,
নিরেট অন্ধকার শেষে
বলি আসো প্রেম করি আয়েশে।