জামাল আস-সাবেত
সন্ধ্যা হলেই কি দিনের অবসান হয়?
গোধূলি ছড়িয়ে পড়লেই কি সব শেষ হয়ে যায়?
অন্ধকার গাঢ় হলে কে বলে প্রতীক্ষাও শেষ?
বসন্ত চলে গেলেই কোকিল আর ডাকবে না?
অথচ ঘূর্ণন এ পৃথিবীতে কোনো কিছুরই অবসান হয় না;
ঘুরেফিরে স্ব-স্ব ঠিকানা খুঁজে নেয়।
জীবনের সঠিক সময়ে মানুষের বোধ প্রবল হয়;
মানুষ ফিরে পায় তার অস্তিত্ব।
মানুষ কি মানুষের জন্য অপেক্ষা করে না?
সন্ধ্যা এলেই মানুষ বুঝতে পারে তার কত অসহায়ত্ব! বুকের ভিতর কতটা ক্ষত।
যে হৃদয়ের আকুল আবেদন সে ঠেলে দিল চরম অবজ্ঞাভরে; অবশেষে
সে হৃদয়ের বেড়াজালে সে আবদ্ধ হয় দিনশেষে।
পাখি নীড়ে আসে। সন্ধ্যা হলেই আসে।
                           
                           
                            
                       
     
  
 


 
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
