৭৮তম জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী সিলেটের পাঁচ আওয়ামী লীগ নেতাকে নিউইয়র্কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ব্রঙ্কসে সম্মিলিত (শেষের পাতার পর)
আওয়ামী পরিবার যুক্তরাষ্ট্রের আয়োজনে মতবিনিময় সভায় প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হলেন যথাক্রমে সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য, সাবেক মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার।
গত ৪ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় স্টার্লিং বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে সিলেট জেলা যুবলীগের সাবেক সভাপতি মামুন আহমদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহর পরিচালনায় অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, কুলঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশাহ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন।
হল ভর্তি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানের অন্যতম আয়োজক ব্রঙ্কস আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল হক রুহেল ও গোল্ডেন প্যালেসের কর্ণধার বিলাল ইসলাম ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন।
পবিত্র কোরআন তেলওয়াত করেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সানাউল্লাহ মিয়া, পবিত্র গীতা পাঠ করেন শ্রী অসিম চৌধুরী।
বাংলাদেশের জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সব শহীদদের সম্মানে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
এরপর একে একে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহান আহমদ টুটুল, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিক, সিলেট এমসি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস সাখাওয়াত আলী, মদন মোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শেখ মখলু মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা দুরুদ মিয়া রনেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ সেলিম, ব্রঙ্কস যুবলীগের সাবেক সভাপতি শাহীন কামালী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাবেক ছাত্র লীগ নেতা নুরুউদ্দিন আহমদ, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূর আলম জিকু, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, সিনিয়র সিটিজেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, কমিউনিটি নেতা জুনেদ চৌধুরী, কুমিল্লা সমিতির সভাপতি দাউদ মোহাম্মদ, আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র চন্দ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কানেকটিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম রেজা, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান বশির, কবি আবু তাহের চৌধুরী, ব্রঙ্কস আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইমরান খন্দকার, সাংগঠনিক সম্পাদক ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি গোলাম রব্বানী বেলাল, যুবলীগ নেতা মাহমুদুর রহমান, রবিউল ইসলাম।
অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।