Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

নিউমার্কেটে আগুন: ধোঁয়ায় অসুস্থ ২৩ জন হাসপাতালে

নিউমার্কেটে আগুন: ধোঁয়ায় অসুস্থ ২৩ জন হাসপাতালে নিউমার্কেটের আগুনে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী মাথায় পানি ঢালছেন
রাজধানীর ঢাকার নিউমার্কেটের লাগা আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবির সদস্যরা। তাদের মধ্যে দোকানকর্মী, ফায়ার সার্ভিস কর্মী, বিমানবাহিনীর সদস্য রয়েছেন। আজ ১৫ এপ্রিল (শনিবার) সকাল সাড়ে ৯টার মধ্যে ফায়ার সার্ভিসের নয়জন কর্মীসহ মোট ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আরও আটজনকে নেয়া হয় হাসপাতালে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, “তারা প্রত্যেকেই ধোঁয়াজনিত শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাদের প্রাথমিকভাবে অক্সিজেন দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।” ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মইন উদ্দিন অগ্নিকাণ্ডস্থলে সাংবাদিকদের বলেন, “১২ জন ফায়ারম্যান এবং একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়েছেন।” তাদের মধ্যে একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। হাসপাতালে চিকিৎসা নেওয়াদের মধ্যে রয়েছেন- ফায়ারম্যান রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল(২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪)। দোকান কর্মী রিফাত (২৩), বায়েজিদ (২৫), হাসান (২০), রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান (১৮), ইয়াসিন (২৪), জীবন (২৫), স্বপন (২৩), দোকান মালিক জীবন (৩০) রয়েছেন অসুস্থদের মধ্যে। বিমানবাহিনীর সদস্য সার্জেন্ট আরাফাত (৩২) এবং আনসার সদস্য সবুজ (২০) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা নিউ মার্কেট লাগোয়া তিন তলা এই বিপণি বিতানে সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সেখানে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবির সদস্যরা। ঠিকানা/এসআর

কমেন্ট বক্স