Thikana News
২৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


শাপলা পাচ্ছে না এনসিপি, গণবিজ্ঞপ্তি হবে অন্য প্রতীকে

শাপলা পাচ্ছে না এনসিপি, গণবিজ্ঞপ্তি হবে অন্য প্রতীকে ছবি : সংগৃহীত



 
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তফসিলে না থাকার কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না। কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। আজ ২৭ অক্টোবর (সোমবার) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে। এসব কেন্দ্রে মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ থাকবে; যার মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ। এছাড়া অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি এবং প্রায় ১২ হাজার অস্থায়ী ভোটকক্ষ থাকবে। প্রতি কক্ষে গড়ে ৩ হাজার ভোটার ভোট দিতে পারবেন।’

তিনি আরও জানান, ব্যক্তি বা সংস্থার পর্যবেক্ষক নিয়োগ শিগগিরই চূড়ান্ত করা হবে। রাজনৈতিক দলের নিবন্ধন অধিকতর তদন্ত শেষে চলতি সপ্তাহে চূড়ান্ত করা হবে। রোডম্যাপ থেকে ইসি কিছুটা পিছিয়ে থাকলেও, এটি নিয়ে শঙ্কার কিছু নেই। এছাড়া আরপিওর ২০ অনুচ্ছেদের সংশোধনী উপদেষ্টা পরিষদের পর্যায়ে রয়েছে। বিএনপির দাবির বিষয়ে কমিশন শিগগিরই করণীয় জানাবে।
কিছু রাজনৈতিক দল ইসির পুনর্গঠন চায় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মন্তব্য নেই।’

ঠিকানা/এএস

কমেন্ট বক্স