Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ইসরায়েলের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের ছবি সংগৃহীত
হামাস-ইসরায়েলের শনিবারের সংঘাতের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাইডেন। পাশাপাশি হামলার নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

বাইডেন নেতানিয়াহুকে ফোনে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে পুরোপুরি সমর্থন করে ওয়াশিংটন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

নেতানিয়াহু বাইডেনকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের একটি দীর্ঘ এবং শক্তিশালী প্রচারণার প্রয়োজন। তবে ইসরায়েলই জিতবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ওয়াশিংটন বেসামরিক সম্প্রদায়সহ ইসরায়েলের বিরুদ্ধে হামাস সন্ত্রাসীদের ভয়ঙ্কর হামলার তীব্র নিন্দা জানায়। সন্ত্রাসবাদের কোনো যুক্তি নেই। আমরা ইসরায়েলের সরকার ও জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং এই হামলায় নিহত ইসরায়েলীদের জন্য সমবেদনা জানাচ্ছি।’

বিবৃতিতে ব্লিঙ্কেন বলে, ‘আমরা আমাদের ইসরায়েলি অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখব। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স