Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


ভক্তদের মাতালেন ইমরান-কণা

ভক্তদের মাতালেন ইমরান-কণা



 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দর্শক-শ্রোতা ও ভক্তদের মাতিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুল। গত ১ অক্টোবর রোববার রাতে কুইন্সের ফ্ল্যাশিং মেডো’র মূলধারার কুইন্স থিয়েটারের মঞ্চে লাইভ ইন কনসার্টে জনপ্রিয় এই দুই শিল্পী প্রথমে একক এবং পরে দ্বৈত সঙ্গীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন। অনুষ্ঠানে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। 
যুক্তরাষ্ট্রে কণা ও ইমরানের কমপক্ষে ১০টি কনসার্ট হয়েছে। নিউইয়র্কে অনুষ্ঠিত ‘মেলোডিয়াস নাইট’ শিরোনামে কনসার্টটির আয়োজক ছিল গ্যালাক্সি মিডিয়া। 
জনপ্রিয় উপস্থাপক শামসুর নাহার নিম্মির প্রাণবন্ত উপস্থাপনায় কনসার্টের শুরুতে একক সঙ্গীত পরিবেশন করেন কণা। তিনি প্রায় আধা ঘণ্টা সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। এরপর অনুষ্ঠানের মাঝে স্পন্সরদের নিয়ে মঞ্চে ওঠেন আয়োজক প্রতিষ্ঠান গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুজ্জামান সাগর। অনুষ্ঠানে তিনি শুভেচ্ছা বক্তব্য দেন। 
অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোমকেয়ার ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, গ্র্যান্ড স্পন্সর আশা হোমকেয়ারের প্রেসিডেন্ট আকাশ রহমান, রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম, কমিউনিটি লিডার ফাহাদ সোলায়মান এবং জনপ্রিয় প্রমোটর জামান মনির। 
এসময় উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোমকেয়ারের ভাইস প্রেসিডেন্ট ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ এবং আশা হোম কেয়ারের চেয়ারপারসন এষা রহমান।
বক্তৃতা পর্ব শেষে মঞ্চে আসেন তরুণ-তরুণীদের হার্টথ্রুব গায়ক ইমরান। তিনি এককভাবে জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করেন। পরে মঞ্চে ডেকে নেন কণাকে। দুজন দীর্ঘ সময় মাতিয়ে রাখেন ভক্তদের। তরুণ-তরুণীরা নেচে গেয়ে মাতিয়ে তোলেন পুরো কুইন্স থিয়েটার।
কনসার্টের পৃষ্ঠপোষক ছিল উৎসব ডটকম। 

কমেন্ট বক্স