বলিউডের ঝলমলে দুনিয়ায় জন্ম থেকেই নজরের কেন্দ্রে জাহ্নবী কাপুর। কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা হয়েও শুধু পারিবারিক পরিচয়ে নয়, নিজ যোগ্যতায় জায়গা করে নিতে লড়ছেন তিনি। তবে এবার ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন জাহ্নবী। তার খোলামেলা এক স্বীকারোক্তি রীতিমতো ঝড় তুলেছে নেটদুনিয়ায়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার শোয়ে করণ জোহরের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন জাহ্নবী। সেখানে তাকে প্রশ্ন করা হয় যে, অভিনয় করতে এসে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এখনও অবধি?
এর উত্তরে অভিনেত্রী জাহ্নবী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পুরুষ অভিনেতাদের ‘ইগো’কে বুঝে চলতে হয়। আমি খুব ভালোভাবে সেটা বুঝেছি। আমি নিজেকে এই সমস্যা থেকে বাঁচানোর জন্য বেশিরভাগ সময়ই নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামি না। বোকা হয়ে থাকার ভান করি। এতে আমার মনে হয় সমস্যা এড়ানো যায়। একইসঙ্গে এতে কারো কাছে অপছন্দ হওয়ার মতো সমস্যাতে পড়ি না।
তিনি আরও বলেন, আমি প্রথমেই নিজে ঠিক কতটা পারফর্ম করতে পারব তা দেখাতে যাই না। আমি প্রথমেই বলে দিই ‘আমি বুঝতে পারছি না ঠিক কীভাবে আমার অংশটা পর্দায় তুলে ধরব’, এটাই নিরাপদ উপায় বলে আমার মনে হয়েছে’।
২০১৮ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার এই অভিনয়যাত্রা ছিল ওঠানামায় ভরা। ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’-তে অভিনয়ের প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি সাম্প্রতিক ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, ‘উলঝ’ এবং ‘পরম সুন্দরী’র মতো সিনেমাগুলো বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি।
ঠিকানা/এএস

ঠিকানা অনলাইন


