মামুন জামিল
গতকাল রাতে-
জোছনার আলো কিছু বাড়াতে
বসেছিল বারোয়ারি বৈঠক
চাঁদ আর একদল তারাতে!
শুরু ছিল আলোকিত শান্তির
বাণী পাঠে অগণিত ভ্রান্তির
পথচলা কৃষ্ণপক্ষের
প্রমাণিত দাগগুলো সারাতে!
জোনাকিরা করেছিল প্রতিবাদ,
নিশাচর প্যাঁচাদের অপবাদ-
চাঁদ তার নিজস্ব আলো নাই
সূর্যের আলোতেই সম্পাত!!
শুকতারা দিল শেষে বিবৃতি-
জোছনায় আলোকের বিস্তৃতি
জোনাকির সাথে হলে বোঝাপড়া
বর্ধিত আলো পাবে স্বীকৃতি!!
                           
                           
                            
                       
     
  
 

 
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
