কানিজ ফাতেমা
আকাশ আজি হলো ফুটো
বাদল গেল টুটে!
অম্বরেতে আঁধার কালো
বৃষ্টিরা তাই ছোটে!!
মেঘবালিকার ঝগড়া আজি
নীল আকাশের সাথে,
আকাশটা তাই রাগ করে আজ
ব্যথার রঙে সাজে!
মেঘবালিকার মন ভালো না
তাই তো মুখটা ভার,
ঝরঝরিয়ে ঝরছে আজি
থামবে না তো আর!!
বিজলিবাবু ধমকে দিল
এবার তোমরা থামো,
আড়াআড়ি আর করো না
প্রেমের পথে নামো!
বিজলিবাবুর ধমকানিতে
কষ্ট গেল বেড়ে,
মেঘ আর আকাশ পাল্লা দিয়ে
জলের ধারা ছুড়ে!!
রিমঝিমিয়ে গানের সুরে
কেঁদেকেটে সারা
ওদের কান্নায় বর্ষাস্নাত
আকুলবিকুল ধরা!
মান-অভিমানের ফেরে পড়ে
জগৎ গেল ভেসে,
সূর্যিমামা আড়াল হতে
কেবল মুচকি হাসে!!
মেঘবালিকা আর আকাশবাবু
এবার তোমরা শোনো
রাগ রং সর্বক্ষণ নয়।




