জর্জেস মোহাম্মদ
মেঘের ফাঁকে কাঁসার থালা, দুধের সরের রূপ,
লাজুক বধূর আঁচল ঢাকা, শ্রাবণ চাঁদের সুখ।
পবন দোলায়, মেঘ প্রহরায়, শশীর ছলাকলা,
এমনো লগন, সুখবিরহে, গোপন কথা বলা।
গগন-ভেজা শীতের আভা, জড়োসড়ো জীবন,
পল্লব তরু, খোঁয়ারে গরু, নীরব অলস ভুবন।
জোড়া শেয়াল, ডাহুকের পাল, প্রেম কোরাস অবসানে,
রাতের পাখি, নিত্য সাথি, ঘুমপাড়ানি গানে।
ভূতুম প্যাঁচার, সন্ধ্যা ঘনার, তন্দ্রা ভাঙার দোলে,
ঘুমায় শিশু, জড়োসড়ো, ক্লান্ত মায়ের কোলে।
আঁধার নীরব সেই ক্ষণে, ঘন শ্রাবণ অবসানে,
সন্ধ্যা পাতা, নিদ্রা মাখা, জাম-জামরুল বনে।
সোহাগী আলো, কোমল ঝলমল, নূপুর পায়ে ধায়,
ব্যাকুল ব্যথা, গোপন কথা, তুলে নিয়ে যায়।
হাসি লেপা মুখ, কোমল জোছনামাখা কপোলে,
কুপির বাতির, ঢেউয়ের সাঁতার, আঁধার কাটা আদোলে
জড়ো পরিবার, জোনাকি আঁধার, চাঁদের আলোয় হাসে
শ্রাবণ রাত, সোহাগে আদরে, আজীবন যেন আসে।