Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

মিলনের গান

মিলনের গান
রবীন্দ্র নাথ দাস

হেরিয়া রূপসী বাংলা-জুড়াত প্রাণ,
প্রেম ছিল সুখ ছিল ছিল হাসি-গান।
কালের স্রোতের মুখে-হারিয়েছি সব,
মানবহৃদয়ে আজ-মরু রুক্ষ ভাব।
এখনো কিছু মানুষ আছে মোর দেশে,
মিলনের গান গায়-নিশীথের শেষে।
তাই তো স্বপন দেখিÑপরবাসে বসি,
আসবে সোনালি দিন সেই হাসিখুশি।

পাখির কলকাকলি আর স্নিগ্ধ বন,
জুড়াবে মোদের পুনঃ তনু-প্রাণ-মন।
হেসেখেলে সবে একসাথে মিলে,
অনাবিল সুখে রব হিংসা-ঘৃণা ভুলে।
অলকানন্দা রচিব-হেথা এই ভূমে,
লভিব স্বর্গীয় সুখ-মাতৃভূমি চুমে।

কমেন্ট বক্স