ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা প্রথমবারের মতো সীমানা ছাড়িয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে বৈঠক করতে যাচ্ছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল গতকাল ২ অক্টোবর (সোমবার) এক ঘোষণায় এ কথা বলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জোসেফ বোরেল বলেছেন, আমরা ইউক্রেনে ইইউয়ের পররাষ্ট্র মন্ত্রীদের এক ঐতিহাসিক বৈঠক আহ্বান করছি। ইউক্রেনীয় জনগণের প্রতি সংহতি ও একাত্মতা প্রকাশের জন্যে আমরা এই উদ্যোগ নিয়েছি।
ঠিকানা/এসআর