Thikana News
২৩ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

সম্পর্ক জোরদারে সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক জোরদারে সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদের সঙ্গে বৈঠক করছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ছবি : সংগৃহীত
সম্পর্ক জোরদার করতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ সৌদি আরবে গেছেন। ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম সফর। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের আমন্ত্রণে মেকদাদ ১২ এপ্রিল (বুধবার) জেদ্দায় পৌঁছেছেন বলে সৌদি ও সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ওইদিনই বৈঠকে বসেন।

বৈঠকে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সৌদি আরবের সহায়তার কথা বলা হয়। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে উভয় দেশের পররাষ্টমন্ত্রী নমনীয়তা প্রকাশ করেন। এ ছাড়া দুই দেশের মধ্যে কনস্যুলার সার্ভিস ও ফ্লাইট চলাচল পুনরায় শুরুর ব্যাপারে পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা হয়। পাশাপাশি মাদক পাচারের বিরুদ্ধে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয় উভয় দেশ।

প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে বিদ্রোহ শুরু করে। নানাবিধ হামলা এবং সশস্ত্র ও রাজনৈতিক আন্দোলন সত্ত্বেও ইরানের মদদপুষ্ট বাশার আল-আসাদ সরকার বহাল তবিয়তে রয়ে যায়। তবে সৌদি আরব সিরিয়ায় বাশার আল-আসাদের সরকারকে উৎখাতের জন্য বিরোধী পক্ষকে মদদ দিয়ে আসছে। এদিকে সৌদি-ইরান সম্ভাব্য সমঝোতার ফলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার সুবাতাস বইতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

ঠিকানা/এম

কমেন্ট বক্স