Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

বোতল ছুড়ে মেরেছিলেন শরিফুল রাজ

বোতল ছুড়ে মেরেছিলেন শরিফুল রাজ ছবি : সংগৃহীত
ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’র আয়োজনে অপ্রীতিকর ঘটনা ঘটে। যা এখন দেশে ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের কাছে পুরো শোবিজ অঙ্গন হয়েছে সমালোচিত। ইতিমধ্যেই এমন ঘটনায় বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন শিল্পী ও কলাকুশলীরা। তারকারা একে অন্যদের দিকে অভিযোগের তির নিক্ষেপ করছেন। সেদিন অভিনেত্রী মৌসুমী হামিদের গায়ে বোতল ছুড়ে মারার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। খবর ছড়িয়েছে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’-এ ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় অভিনেত্রী মৌসুমী হামিদ আহত হয়েছেন। অনেকেই বলছেন, সেদিন চিত্রনায়ক শরিফুল রাজ ঘটনাক্রমে ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদের গায়ে পানিভর্তি একটি বোতল ছুড়ে মারেন।

এ প্রসঙ্গে এক ফেসবুক স্ট্যাটাসে মৌসুমী লিখেছেন, ‘আমি আহত হই নাই। কে বা কারা এই বিভ্রান্তি ছড়াচ্ছেন আমি জানি না। শরিফুল রাজ বোতল ছুড়ে মেরেছিলেন ফ্লোরে। বোতলটি ফেটে আমার গায়ে পানি লেগেছে মাত্র। আমি নিজে এটা নিয়ে কোনো অভিযোগ করিনি। কারণ, আমি দেখেছি আমাকে বা অন্য কাউকে উদ্দেশ্য করে বোতলটি তিনি ছুড়ে মারেননি; বরং যারা উত্তেজিত ছিলেন, তাদের রাজ ঠেকানোর চেষ্টা করছিলেন।’

এ ঘটনা নিয়ে সামাজিকভাবেও নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মৌসুমী হামিদকে। কেউ কেউ ফোন দিয়ে তার শারীরিক অবস্থার খবর নিচ্ছেন। এতে তিনি বিব্রত। তার কথায়, ‘কেন শুধু শুধু বারবার আমাকে কেন্দ্র করে এ ঘটনা ছড়ানো হচ্ছে, এটা আমি জানি না। কাল থেকে এখন পর্যন্ত অসংখ্য মানুষ আমাকে কল দিয়েছেন, যারা আমাকে ভালোবাসেন। সবাই চিন্তিত হয়েই কল দিয়ে খবর নিচ্ছেন আমি ঠিক আছি কি না। আমি নিজেও ভাবিনি এত মানুষ আমাকে ভালোবাসেন। আমরা সবাই মানুষ এবং প্রত্যেকেই আলাদা মানুষ। আপনাদের কাছে অনুরোধ, একজনকে দিয়ে সবাইকে বিবেচনা করবেন না। আর বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।’

উল্লেখ্য, সেলিব্রিটি ক্রিকেট লিগের (সিসিএল) দ্বিতীয় দিনের খেলায় পরিচালক দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজের দলের খেলোয়াড়দের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। দীপংকর দীপন প্রেস ব্রিফিংয়ে দাবি করেন, শিল্পীদের নিয়ে আয়োজিত খেলায় মাঠে ক্রিকেট ব্যাট দিয়ে আক্রমণ করা হলো, শিল্পীদের মারা হলো! ব্যাট দিয়ে তেড়ে আঘাত করা হলো। তাদের কোথায় রাগ, কোথায় ক্ষোভ? তবে নির্দিষ্ট করে হামলাকারী কারও নাম বলেননি তিনি। হামলা প্রসঙ্গে আরেক দলের অধিনায়ক পরিচালক মোস্তফা কামাল রাজ বলেন, ‘অভিযোগ আমার দলের খেলোয়াড়দের বিরুদ্ধে নয়। বাইরের কিছু লোকের বিরুদ্ধে। আমি মনে করি, আমরা সবাই মিলে একটা পরিবার। সেই পরিবারে অনেক সময় ঝগড়া হয়। এখানেও তেমন একটা ঘটনা ঘটেছে।’



ঠিকানা/এম

কমেন্ট বক্স