Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


জয়শঙ্কর-ব্লিংকেন বৈঠকে কানাডা প্রসঙ্গ? 

জয়শঙ্কর-ব্লিংকেন বৈঠকে কানাডা প্রসঙ্গ? 



 
খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার মধ্যে চরম উত্তেজনা চলছে। দেশ দুইটির সম্পর্ক তলানিতে ঠেকেছে। এমন পরিস্থিতির মধ্যে বৈঠক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে এই বৈঠকে কানাডা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে কি না, বা হলেও কী আলোচনা হয়েছে তা দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর কেউ কিছুই জানাননি।  যদিও দুইজনেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। নিজেদের কথা বলেছেন মাত্র। কোনো প্রশ্ন নেননি। সাংবাদিকরা কানাডা নিয়ে প্রশ্ন করলেও ব্লিংকেন কোনো জবাব দেননি।

জয়শঙ্কর বলেছেন, আবার আমেরিকা আসতে পেরে খুশি। ভারতের প্রধানমন্ত্রী মোদিও কিছুদিন আগে এসেছিলেন। যুক্তরাষ্ট্র যেভাবে জি২০ বৈঠকে আমাদের সাহায্য করেছে, তাতে আমরা খুবই আনন্দিত। 

ব্লিংকেন জানিয়েছেন, জি২০, জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে ভারতের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে।

বৈঠকের পর এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর বলেছেন, আমার বন্ধু ব্লিংকেনের সঙ্গে বৈঠক করে খুবই ভালো লাগছে। প্রচুর বিষয় নিয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি জুন মাসে যে মার্কিন সফর করেছিলেন, তার ফলোআপ হয়েছে। তাছাড়া বিশ্বে এখন যে ঘটনা ঘটছে, তা নিয়েও আমরা মতবিনিময় করেছি। আর আসন্ন টু প্লাস টু বৈঠক নিয়েও কথা হয়েছে।টু প্লাস টু ভারত ও আমেরিকা পররাষ্ট্র ও প্রতিরক্ষা পর্যায়ের বৈঠক। দিল্লিতে এবার এই বৈঠক হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও বলেছেন, 'এই বৈঠকে প্রতিরক্ষা, মহাকাশ, ক্লিন এনার্জির মতো বিষয়গুলি নিয়ে কথা হবে।  ডয়চে ভেলে

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স