Thikana News
২৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

রুহ

রুহ
জামাল আস-সাবেত

পথের দূরত্ব ক্রমশ বেড়েছে
এমনকি পৃথিবীর সমস্ত পথ দ্বিগুণ হয়েছে
রাতের স্তব্ধতা আরও দীর্ঘ হয়েছে
মধ্যদুপুরে কাঠফাটা রোদ তীব্র হয়েছে
সমস্ত ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সুনামি ঢেউ তুলেছে ত্রিগুণ;

চোখের সামনে ঝলমলে আলো অন্ধকারে ঢেকেছে
বুকের ভেতর বেদনার দীর্ঘশ্বাস বুক ফেটে ক্রমশ ঊর্ধ্বাকাশে উঠেছে
মোনাজাতে বসে থাকার সময় হয়েছে চতুর্গুণ;

যতই পথ দীর্ঘ হলো
যতই সময় চলে গেল
উদাস পথিক যতই পথ ভুলল
সাহারা মরুভূমি ছেড়ে যেতে পারল কি?

আপন সমুদ্রের জলে ডুবতে না জানলে মানুষ
প্রশান্ত মহাসাগরের কোলে হারিয়ে যেতে চায়
এবং ডুবতে ডুবতে অস্তিত্ব বিলীন করে দ্যায়।

এত যে পথের দৈর্ঘ্য প্রস্থ বাড়ল
এত যে চোখের জল মনের কোণে ঝরল
আকাশের বুকে নীল দরিয়া উতলা হলো
তবু পাষণ্ড মন পাশ কাটল কবে?

দিনে দিনে যত হোক লেনাদেনা
যত হোক পরিচয়; শ্যাষে

যে যার মতন ভুলিয়া ভুলিয়া জীবন কেটেছে

পথের দৈর্ঘ্য বেড়েছে
রুহ অন্তঃসারশূন্যতার গোরস্থানে শায়িত হয়ে
মরুভূমির কোলে দিগ্বিদিক ঘুরছে।

কমেন্ট বক্স