Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ধর্মকথা নেয় না চোরে

ধর্মকথা নেয় না চোরে
সুজন দাশ

চোরও নিজেকে চোরটি ভাবে না
যুক্তিটি করে খাড়া,
মনে মনে খোঁজে নিজের ভিত্তি,
শুনলে মেজাজ জ্বলবে পিত্তি!
ধর্মকথায় ভেজে না কখনো
যতই দাও না তাড়া।

ভজনালয়ের ভেতরেও তারা
অনায়াসে করে চুরি,
কাজটাকে তারা ভাবে পেশা তার,
সফলতা পেলে কমে ব্যথা ভার!
মহত্ত্বে জল খায় না যে ধুয়ে
হাসিমুখে মারে ছুরি!

স্বভাবের দোষ এই হলো মূল
কমানো যায় না বলে,
সুযোগ খুঁজবে তারা ঘাটে ঘাটে,
ইঁদুরের মতো পেলে ওরা কাটে!
যত অপমানে ভাসাও না তারে
জুতোটি দাও না গলে।

যারা ঘুষ খায় লুটে নেয় ধন
ওরাও তাদের জাতে,
নিজে নিজে বসে বানায় যুক্তি,
খাড়া করে ন্যায়নীতি ও মুক্তি!
কথায় কখনো পারবে না তুমি
ওসব লোকের সাথে।

কমেন্ট বক্স