আশরাফ হাসান
কিছুই হয়নি পাওয়া
সকাল-সন্ধ্যায় আহত গোলাপের মতো পিৎজা
কফির গন্ধঘোরলাগা ব্যস্ত বিকেল
ধোঁয়ায় ধোঁয়ায় উড়িয়ে দেওয়া গ্লানিময় দিন
কষ্টের চাবুকে বিবর্ণ বদন আর
গাধার পিঠে বয়ে চলা সময়ের সন্তাপ।
কিছুই হয়নি দেখা
বরফের হিমচাদরে ঢাকা জীবনের গতি
ঝরাপাতা-বেদনায় শুয়ে থাকা রাজপথ
সমুদ্র মন্থনে ওড়ে যাওয়া সি-ঈগল।
কিছুই হয়নি শেখা
পৃথিবীর মোহনায় যেন জাগে নিউইয়র্ক
টাওয়ারের নগরী দাঁড়িয়ে রাতজাগা আকাশে
ঘড়ির কাঁটায় হেঁটে চলা কাজের মিছিল।
যেখানে শিখতে আসা জীবনের ধারাপাত
কিছুই হয়নি শেখা তার,
শুধু ডলারের কাগজে লেখা
কষ্টনীল কবিতার মতো শ্রমিকশোকগাথা।