আনজানা ডালিয়া
ছন্দের পতনকে আমার বড্ড ভয়
রীতি বলে জীবনে থাকে জয়-পরাজয়
কত রকমের ভয়, সাদা-কালো, নীল-লাল
কখনো বুকে এই ভয় গড়ায় অনর্গল।
যেন যেখানে অন্ধকার সেখানেই ঠাঁই
ইচ্ছে করে আলোর মিছিলে হারিয়ে যাই।
আমি চাই আলোকরশ্মি আমার ওপর খেলুক
পৃথিবীজুড়ে সবার অন্তরে হাসি আর সুখ নামুক।