Thikana News
২৩ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

ফ্রান্সের আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধস, নিহত ৪

ফ্রান্সের আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধস, নিহত ৪ ছবি: বিবিসি
ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে অন্তত ৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। আজ ১০ এপ্রিল (সোমবার) এক টুইট বার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এ তথ্য নিশ্চিত করেছেন। জেরাল্ড ডারমানিন জানান, আল্পসের মন্ট ব্ল্যাঙ্কের একটি হিমবাহে রোববার দুপুরে এই তুষারধসের ঘটনা ঘটে। খবর : বিবিসির।

কর্তৃপক্ষ বলছে, তুষারধসের কবলে ধরা পড়া চারজন পাহাড়ে স্কি করছিলেন এবং এখনও তাদের পরিচয় জানা যায়নি। দুপুরের দিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৩ হাজার মিটার (সাড়ে ১১ হাজার ফুট) উচ্চতায় আরমানসেট হিমবাহে তুষারপাতের ঘটনাটি ঘটে। হিমবাহটি চ্যামোনিক্সের প্রায় ৩০ কিলোমিটার (প্রায় ২০ মাইল) দক্ষিণ-পশ্চিমে হউত-স্যাভোইয়ে অঞ্চলে অবস্থিত।

চ্যামোনিক্স মন্ট ব্ল্যাঙ্কের কেন্দ্রে অবস্থিত একটি ছোট শহর, যা অবকাশ যাপনের জন্য অন্যতম আকর্ষণীয় একটি স্থান। হউত-স্যাভোইয়ের স্থানীয় কর্তৃপক্ষের মুখপাত্র ইমানুয়েল কোকান্ড জানান, তুষারপাতের মাত্রা ছিল ব্যাপক।

এদিকে তুষারধসে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানান, তুষারধসের ঘটনায় কেউ নিখোঁজ আছে কিনা তা খুঁজে বের করতে ‍উদ্ধারকারী দল কাজ করছে।



ঠিকানা/এম

কমেন্ট বক্স