আশ্রয়প্রার্থীদের জন্য ফেডারেল সরকারের সহায়তা চেয়ে র্যালি
নিউ ইয়র্ক সিটি যাতে তার বাসিন্দাদের জন্য সঠিক সেবা সরবারহ করা চালিয়ে যেতে পারে তার জন্য জরুরি পদক্ষেপ প্রয়োজন। মেয়র এরিক অ্যাডামস ফেডারেল সরকারকে আশ্রয়প্রার্থীদের আগমনে ও তাদের জন্য সহায়তা করার আহ্বান জানিয়েছেন। সবার ভাষ্য একটাই অভিবাসী-পন্থী আমাদের স্টেট এবং ফেডারেল সমর্থন প্রয়োজন এটি একটি জাতীয় সংকট এবং জাতীয় মনোযোগ প্রয়োজন, এটি কেবল শহরের দায়িত্ব নয়, স্টেট এবং ফেডারেল অংশীদারদের আরও কিছু করা দরকার । আশ্রয়প্রার্থীদের এই সহায়তার জন্য ফেডারেল সরকার এগিয়ে আসবেন বলেও আশা করছেন মেয়র এরিখ অ্যাডামস। সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য ১২ সেপ্টেম্বর একটি র্যালি করা হয়েছে।
এদিকে প্রতিনিয়ত বাড়ছে নিউইয়র্ক সিটিতে আশ্রয়প্রার্থীদের সংখ্যা। এইসব আশ্রয় প্রার্থীকে আশ্রয় দিতে গিয়ে এবং এদের প্রয়োজনীয় সব চাহিদা পূরণ করতে গিয়ে সিটির পক্ষ থেকে অনেক অর্থ খরচ হচ্ছে। অতিরিক্ত এই অর্থ সিটির তহবিল থেকে খরচ করার কারণে সিটি প্রশাসন হিমশিম খাচ্ছে। আগামী দিনে এই আশ্রয়প্রার্থীদের প্রয়োজনীয় সেবা দেওয়ার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন এত অর্থ সিটির তহবিলে নেই। আশ্রয় নেওয়া প্রার্থীদের জন্য প্রয়োজন হচ্ছে স্টেট ও ফেডারেল সহায়তা। স্টেট ও ফেডারেল সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ ও সেবা দেয়া হলে সিটি আশ্রয় প্রার্থীদের প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করতে পারবে।
এখন এই আশ্রয় প্রার্থীদের পেছনে প্রতিনিয়ত যে অর্থ খরচ হচ্ছে এতে ব্যয়ও বাড়ছে। এই জন্য নিউ ইয়র্ক সিটি একটি নজিরবিহীন আশ্রয়প্রার্থী সংকটের মুখোমুখি হচ্ছে, যা প্রতিটি করদাতা এবং বাসিন্দাদের জন্য সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় শহর হিসাবে, নিউইয়র্ক সিটি দীর্ঘকাল ধরে নিপীড়ন এবং কষ্ট থেকে আশ্রয় নেওয়া ব্যক্তিদের জন্য আশার বাতিঘর। সাম্প্রতিক আশ্রয়প্রার্থীদের বৃদ্ধিতে নিউ ইয়র্ক সিটির সম্পদ এক ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে । স্টেট এবং ফেডারেল সরকার উভয়ের কাছ থেকে অতিরিক্ত সমর্থন ছাড়া চাপা বাজেটের সম্মুখীন হবে নিউ ইয়র্ক সিটি। এতে নিউ ইয়র্কবাসীর দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে। ইতিমধ্যেই আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির উপর চাপ একটি ব্রেকিং পয়েন্টে পৌঁছেছে । ইতোমধ্যে এর কিছু প্রভাবও পড়তে শুরু করেছে।
নিউ ইয়র্ক সিটি যাতে তার বাসিন্দাদের জন্য সঠিক সেবা সরবারহ করা চালিয়ে যেতে পারে তার জন্য জরুরি পদক্ষেপ প্রয়োজন । মেয়র এরিক অ্যাডামস ফেডারেল সরকারকে আশ্রয়প্রার্থীদের আগমণে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক সিটির মঙ্গল এবং ভবিষ্যত সুরক্ষিত করার জন্য সমস্ত স্টেকহোল্ডারদের একত্রিত হওয়ার এবং এই গুরুত্বপূর্ণ সমস্যাটির সমাধান করার আহ্বান জানিয়েছেন।
মেয়র এরিক এডামস এই দৃষ্টিভঙ্গির সমর্থনে ১২ সেপ্টেম্বর দুপুর ৩ টায় নিউ ইয়র্ক সিটি বিভিন্ন পেশার এবং কমিউনিটির মানুষকে একত্রিত হয়ে র্যালি করেন । সবার ভাষ্য একটাই অভিবাসী-পন্থী আমাদের স্টেট এবং ফেডারেল সমর্থন প্রয়োজন এটি একটি জাতীয় সংকট এবং জাতীয় মনোযোগ প্রয়োজন এটি কেবল শহরের দায়িত্ব নয় এবং স্টেট এবং ফেডারেল অংশীদারদের কাছ থেকে আরও কিছু করা দরকার । ম্যানহাটানে অনুষ্ঠিত র্যালির নেতৃত্ব দেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক এ্যাডামস।
এই র্যালিতে অংশ নেন নন প্রফিট অগানাইজেশন ভাল (BHALO), অনুষ্ঠানে ছিলেন জেনিফার রাজকুমার, MOIA কমিশনার ম্যানুয়েল কাস্ত্রো মেয়রের যাজক গিল মনরোজ, সিনিয়র উপদেষ্টা উইনি গ্রেকো ছিলেন অন্যান্য স্টেট বিধানসভার সদস্য এবং সিনেটর এনওয়াইএস অ্যাসেম্বলির ওমেন রডনিসে বিচোটে হারমেলিন অন্যান্য পাদ্রী এবং ধর্মীয় নেতারা ছিলেন আফ্রিকান আমেরিকান, চীনা আমেরিকান এবং বাংলাদেশী আমেরিকান কমুনিটির সদস্যরা । মেয়র অফিসের প্রধান এডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা মীর বাশারসহ সেখানকার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে মেয়রের এই কাজকে সমর্থন নিয়ে স্টেট ও ফেডারেল সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।
কমেন্ট বক্স