মিজানুর রহমান মিজান
কেমন আছ?
কেউ জানতে চাইলে,
জবাবে, একটা মিষ্টি হাসি দিয়ে
বলে যাই এই তো বেশ।
ভালো থাকার
আছে কি কোনো শেষ?
আসলেই কি ভালো আছি?
নিজের কাছেই সুধাই,
জীবনে কী পেয়েছি
আর কী হারিয়েছি
ভাবি আমি প্রায়ই।
একটা সময় জীবন
ছিল যে শুধুই ভাবনাহীন
চোখে কত স্বপ্ন ছিল রঙিন।
কোনো দায়িত্ববোধ ছিল না
চোখে ছিল অফুরন্ত ঘুম,
রাত কখন পেরোল
কিছুই যেন টের পেতাম না।
মায়ের বকুনি চোখ খোল খোকা
চায়ের পেয়ালা হাতে,
বাবার শাসন আর কত ঘুম
এবার বস পড়তে।
আহা কী মুক্ত জীবন!
আমি ছিলাম স্বাধীন,
উন্মুক্তের মতো ঘুরে বেড়াতাম
খেলার মাঠে খেলায় মজিতাম,
কোনো বাধাই আটকাত না
আমার দুরন্তপনা।
কিশোর বয়সে কোনো এক কিশোরীর প্রেমে,
কতই দেওয়ানা হয়েছি,
সাহস ছিল না বলিতে পারিনি
আমি তোমায় ভালোবেসেছি।
এভাবেই চলেছি যৌবনের খেয়ালে
আজও সব ভাসে স্মৃতির দেয়ালে।
আজ দায়িত্বের ভারে ক্লান্ত
হয়ে গেছি নীরব শান্ত
যেমনই থাকি
আমি সদাই হাসি,
বলে যাই মুখে
আমি খুব ভালো আছি।




