মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১০ নভেম্বর হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারার সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই হবে প্রথমবার, যখন কোনো সিরীয় প্রেসিডেন্ট হোয়াইট হাউস সফর করবেন। শনিবার (১ নভেম্বর) এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, বৈঠকটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে ১০ নভেম্বরই এটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে চলতি বছরের মে মাসে সৌদি আরবে ট্রাম্প ও আল-শারার মধ্যে প্রথম সাক্ষাৎ হয়। দুই দেশের নেতাদের মধ্যে গত ২৫ বছরের মধ্যে সেটিই ছিল প্রথম বৈঠক। উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) শীর্ষ বৈঠকের ফাঁকে আয়োজিত সে সাক্ষাৎকে সিরিয়ার জন্য এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হয়।
বহু দশক আন্তর্জাতিক বিচ্ছিন্নতায় থাকা সিরিয়া এখনো ৫০ বছরেরও বেশি সময় ধরে চলা আসাদ পরিবারের একনায়কতান্ত্রিক শাসনের পর নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।
একসময় যুক্তরাষ্ট্র আহমাদ আল-শারাকে ধরিয়ে দেওয়ার জন্য এক কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিল। আবু মোহাম্মদ আল-গোলানি নামে তিনি আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিলেন এবং ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে তিনি সিরিয়ার যুদ্ধে অংশ নেন এবং সেখানে কয়েক বছর মার্কিন সেনাদের হাতে বন্দী ছিলেন।
ওই মার্কিন কর্মকর্তা জানান, হোয়াইট হাউস সফরের সময় আল-শারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটে যোগ দেওয়ার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করবেন।
বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আঞ্চলিক মিত্রদের একত্রিত করার উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার পর তিনি এ আহ্বান জানান। চুক্তির উদ্দেশ্য হলো দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের স্থায়ী সমাধান নিশ্চিত করা। সূত্র : মিডেল ইস্ট মনিটর
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


