Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেপ্তার ৪৫ বাংলাদেশি

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেপ্তার ৪৫ বাংলাদেশি ছবি : সংগৃহীত





 
ভারত থেকে ফের নিজেদের দেশে ফেরার চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে ৪৫ জন বাংলাদেশি নাগরিককে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন সময়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তারা এবং ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করে দীর্ঘদিন যাবৎ কাজ করতে থাকেন। ৩১ অক্টোবর (শুক্রবার) রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে গ্রেপ্তার করা হয় এই ৪৫ জন বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীকে’। এ সময় তাদের কারো কাছ থেকে ভারতে প্রবেশের বৈধ নথি কিংবা ট্রাভেল ডকুমেন্ট কিছুই পাওয়া যায়নি।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, কয়েক বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন তারা। পরবর্তীতে তারা ভারতেই থেকে যান। এই সময়কালে জীবনধারণের জন্য বিভিন্ন কাজেও নিযুক্ত হয়েছিলেন তারা।

কিন্তু, পশ্চিমবঙ্গসহ ভারতের ১২টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চালু হওয়ার পরেই ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার আশঙ্কায় ওই বাংলাদেশি নাগরিকরা নিজেদের দেশে ফেরত যেতে চেয়েছিলেন বলে জানা যায়।  

স্থানীয় স্বরূপনগর পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হাকিমপুর সীমান্তে কর্তব্যরত বিএসএফ ১৪৩ ব্যাটালিয়নের জওয়ানরা শিশু, নারীসহ এই বাংলাদেশিদের আটক করে। পরে তাদের প্রত্যেককেই স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়।  

শনিবার স্বরূপনগর থানার পুলিশ তাদের বসিরহাট মহকুমা আদালতে পাঠালে বিচারক তাদের ১৪ দিনের কারাগারে (জুডিশিয়াল কাস্টডি) থাকার নির্দেশ দেন।  আটককৃত বাংলাদেশিরা সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স