চার্চ, পাবলিক স্কুল, এনজিওসহ ১১টি সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের শিক্ষার্থীদের জন্য ব্যাকপ্যাক ব্যাগ সংগ্রহ করেন।

নিউইয়র্ক : রোটারি ক্লাবের ব্যাকপ্যাক বিতরণ অনুষ্ঠানে অতিথি ও আয়োজকরা।
হেম্পস্টেড স্কুল ডিস্ট্রিক্ট-এর ঘরোয়া হারমনি ফাউন্ডেশন, এসএসিএসএস, মার্টিন লুথার কিং সেন্টার, ইউনাইটেড মেথডিস্ট চার্চ, কিংডম ফ্যামিলি মিনিস্ট্রি, সমাজসেবা বিভাগ, মান্না প্রকল্প, লং বিচ ইওসি হেড-স্টার্ট, হিকসভিল পাবলিক স্কুল এবং ফ্রিপোর্ট স্কুল ডিস্ট্রিক্ট। এছাড়াও টাউন অফ হেম্পস্টেড (টিওএইচ)-এর মাধ্যমে তারা প্রায় এক সপ্তাহ আগে কিছু ব্যাকপ্যাক ব্যাগ বিতরণ করা হয়। হিকসভিল সাউথ রোটারি ক্লাবের প্রেসিডেন্ট মিজান রহমান বলেন, রোটারি ইন্টারন্যাশনাল (উ৭২৫৫) ডিস্ট্রিক্ট গভর্নর মি. টম ক্রাউলি এবং তার স্ত্রী মিসেস জুলি ক্রাউলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের উৎসাহিত করার জন্য বেশ কিছু স্থানীয় সরকারী কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তি, যেমনÑ ডেপুটি নাসাউ কাউন্টি এক্সিকিউটিভ, অনারেবল আনিসা, ডেপুটি ডাইরেক্টর অব মাইরোরিটি অ্যাফেয়ার্স লিওনেল চিট্টি, নর্থ হেম্পস্টেড শহরের সুপারভাইজার মিসেস জেনিফার ডিসেনা, টাউন অফ অয়েস্টার বে সুপারভাইজার মি. জো, সালাদিনোর অফিসের প্রতিনিধি মি. হ্যারি মালহোত্রা, যিনি অয়েস্টার বে শহরের এশিয়ান আমেরিকান অ্যাফেয়ার্স অফিসের পরিচালক। তারা অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে উপস্থিত থাকায় তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

নিউইয়র্ক : রোটারি ক্লাবের ব্যাকপ্যাক বিতরণ অনুষ্ঠানে অতিথি ও আয়োজকরা।