Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না : আমির খসরু

রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না : আমির খসরু আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত



 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে জোটবদ্ধ দলগুলোর ক্ষেত্রে প্রতিকের স্বাধীনতা থাকা উচিৎ। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেও জানান তিনি। ২৭ অক্টোবর (সোমবার) রাজধানীর গুলশানের একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

২০০৬ সালে আওয়ামী লীগের লগি বৈঠার তান্ডবের বিষয়ে তিনি বলেন, অন্য দলের সাথে মত পার্থক্য থাকলেও তাদের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। রাজনীতিতে এ সংস্কৃতি না থাকলে দেশে স্থিতিশীলতা আসবেনা।

এর আগে রিফর্ম সেমিনারে তিনি বলেন, আর্থিক খাতকে সংস্কার করতে হলে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে চলতে দিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সরকারের হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে বাংলাদেশ ব্যাংক চলতে দেয়া হবে বলেও জানান তিনি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স