Thikana News
২৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে সরকার : উপদেষ্টা মাহফুজ আলম 

দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে সরকার : উপদেষ্টা মাহফুজ আলম  ছবি : সংগৃহীত



 
সাংবাদিক সুরক্ষা আইন করলে, সুরক্ষা পাবে, ফ্যাসিবাদের দোসররা। যারা এখনও বিভিন্ন, হাউসে বসে অপসাংবাদিকতা করেছে; তবুও সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ২৬ অক্টোবর (রবিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সঠিকভাবে বেতন ও মজুরি প্রদান না করা হলে প্রতিষ্ঠানের এক্রিডিটেশন ও সরকারের পক্ষ থেকে সকল সুবিধা বাতিল করা হবে। এন্ট্রি লেভেলে একটি বেসিক স্যালারী ঠিক করতে চায় সরকার, ১২ কিংবা ১৫ হাজার সেলারি কোনওভাবে সাংবাদিকদের হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, অনলাইন প্লার্টফর্মে জবাবদিহিতা নিশ্চিত করতে নীতিমালা করতে আগামী সপ্তাহে নাগাদ সিদ্ধান্তে উপনীত হবে। নির্বাচনকালীন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সাথে আলোচনা করা হবে। তবে গুজব ও অপতথ্য রোধে সব প্রতিষ্ঠানকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। 

তথ্য উপদেষ্টা আরও বলেন, গণমাধ্যম কমিশন গঠন করতে চায় তথ্য মন্ত্রণালয়। যেখানে সরকারের কোনও নিয়ন্ত্রণ থাকবে না, এবং যে বডি পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের সম্প্রচার নিয়ন্ত্রণ করবে পাশাপাশি গণমাধ্যমকর্মীদের স্বার্থ রক্ষা করবে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স