হত্যা ও দুর্নীতিসহ পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এসএম মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ২৬ অক্টোবর (রবিবার) এ রুল জারি করেন।
বিচারপতি খায়রুল হকের পক্ষে শুনানি করেন জেষ্ঠ্য আইনজীবী মনসুরুল হক চৌধুরী, কামরুল হক সিদ্দিকী প্রমুখ। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানসহ অন্যান্য আইন কর্মকর্তারা।
ঠিকানা/এএস

ঠিকানা অনলাইন


