Thikana News
২৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

অপার ক্লেশে সতত সঙ্গীহীন

অপার ক্লেশে সতত সঙ্গীহীন



 
অপার ক্লেশে সতত সঙ্গীহীন আশীর্বাদের
খরা যে যার ধারালো ছুরি তাক করে হাঁটে
কোথাও কোনো হাস্যরস নেই কেবল আক্ষেপ

কোথাও কোনো নিবিষ্ট চিত্ত ধ্যান করে না
অনাগত অনন্ত সেখানকার বসবাসে আগ্রহ নেই
এই জনম তুলোধুনো করে হয় এসপার নয় ওসপার

কয়েক দশকে হাঁপিয়ে ওঠে প্রাণ পরিত্রাণ চায়
প্রবল বিক্ষোভে ধস্তাধস্তি করে নির্বাণ পেতে যেয়ে
একরাশ হতাশা নিয়ে আরেকটি দিনের পাল্লায়

থমকে দেয়ার জন্য তুলে নেয়া? নাকি সে ক্লান্ত হয়ে
স্বেচ্ছায় বিদায় নেয় ভবিষ্যতের খেয়ায় যার স্থান
এখন তাকিয়ে দেখা শূকরের দিনভর গুঁতাগুঁতি।
 

কমেন্ট বক্স