Thikana News
২৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

আমি এখন

আমি এখন



 
আমি সামাজিক হতে চেয়েছি
আর তাই নিজেকে
একেবারেই ধুলায় মিশিয়ে
সবশেষে হয়েছি ‘সামাজিক’।

আবার আমি সাংসারিকও হতে চেয়েছি।
আমার সত্ত্বাকে পেতে দিয়ে
এই সমাজের চাকার নিচে
নিজেকে সমর্পণ করে
হয়েছি সুবোধ ‘সাংসারিক’।

পরিশেষে দেখি,
হয়েছে আমার সমাজ।
গড়েছি পরিবারও আমি।
কিন্তু। এ কোথায় দাঁড়িয়ে আমি আজ?
না আছে আমার সমাজ!
না আছে পরিবার!

আমার পরিবারও
সমাজচ্যুত হয়ে আমি কেবল
দিগ্বিদিক ছুটে চলেছি
ঘাট থেকে আঘাটে!

সবকিছু হারিয়ে আমি,
ঘুরে বেড়াচ্ছি দেশান্তরে।
এখন, নিজের বলে-
আমার কিছুই নেই আর!

হিসাব করে দেখি,
সবশেষে আমিও এখন;
আমার সেই নিজের আর নেই!
এই তো আমি এখন!
 

কমেন্ট বক্স