Thikana News
২৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

কোন আগুনে পুড়ছে স্বদেশ?

কোন আগুনে পুড়ছে স্বদেশ?



 
কোন আগুনে পুড়ছে স্বদেশ
গরম নাকি ঠান্ডা?
স্বাধীন দেশে তপ্ত হেসে
উড়ছে সে কোন ঝান্ডা?

অলক্ষিত বহ্নিশিখা
বিধ্বংসী যার দীপ্তি,
খুঁজে ফেরে ফাগুন দিনে
খড়ের গাদায় তৃপ্তি!

আত্মঘাতীর ডুবসাঁতারে
এ কোন খেলা চলছে?
নেতিয়ে যাওয়া বারুদ যেন
শীতল জলে জ্বলছে!

দ্রোহ এবং প্রেমের কবি
না জানি কী লিখছে!
কোন সে জলে আগুন জ্বলে
বাঙালি কি শিখছে?
 

কমেন্ট বক্স