Thikana News
২৩ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

বলিউডের বর্ষীয়ান অভিনেতা আসরানি মারা গেছেন 

বলিউডের বর্ষীয়ান অভিনেতা আসরানি মারা গেছেন  অভিনেতা আসরানি। ছবি: সংগৃহীত



 
বলিউডের জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান গোবর্ধন আসরানি মারা গেছেন। দীর্ঘদিন বয়সজনিত নানা অসুস্থতায় ভুগে সোমবার তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর। গত পাঁচ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

১৯৪০ সালের ১ জানুয়ারি রাজস্থানের জয়পুরে এক মধ্যবিত্ত সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেন আসরানি। তার বাবা একটি কার্পেটের দোকান চালাতেন, তবে আসরানির আগ্রহ ছিল অভিনয়ে, পারিবারিক ব্যবসায় নয়। তিনি সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে পড়াশোনা শেষ করে জয়পুরের রাজস্থান কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার খরচ জোগাতে তিনি অল ইন্ডিয়া রেডিওতে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছিলেন।

১৯৬০ থেকে ১৯৬২ সালের মধ্যে সাহিত্য কলাভাই ঠাক্কারের কাছ থেকে অভিনয় শেখেন তিনি। পরে ১৯৬৪ সালে ভর্তি হন পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই)-তে।

আসরানির বলিউডে অভিষেক হয় ১৯৬৭ সালের ‘হারে কাঁচ কি চুড়িয়াঁ’ চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে তিনি অভিনেতা বিশ্বজিৎ-এর বন্ধুর চরিত্রে অভিনয় করেন। পাশাপাশি তিনি একাধিক গুজরাটি চলচ্চিত্রেও প্রধান চরিত্রে অভিনয় করেন।

তবে তার সবচেয়ে স্মরণীয় চরিত্র ছিল ‘শোলে’ সিনেমার জেলারের ভূমিকায়। তার সেই হাস্যরসাত্মক সংলাপ ও অভিব্যক্তি আজও দর্শকের মনে জায়গা করে আছে।

দীর্ঘ ক্যারিয়ারে আসরানি কাজ করেছেন হৃষিকেশ মুখার্জি, গুলজার ও বি. আর. চোপড়ার মতো কিংবদন্তি নির্মাতাদের সঙ্গে এবং অসংখ্য স্মরণীয় চরিত্রে দর্শকদের হাসি ও আনন্দ উপহার দিয়েছেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স