Thikana News
২০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২০ অক্টোবর ২০২৫

মা হলেন পরিণীতি চোপড়া

মা হলেন পরিণীতি চোপড়া পরিণীতি চোপড়া. ছবি : ফেসবুক থেকে নেওয়া



 
অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডার ঘরে এসেছে নতুন অতিথি। বিয়ের দুই বছরের মাথায় মা হয়েছেন রিণীতি। রোববার সকালে দিল্লির একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এই খুশির খবর সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছেন পরিণীতি ও রাঘব।
বিবৃতিতে তারা লিখেছেন, ‘অবশেষে তিনি এখানে এসেছেন। আমাদের ছেলে হয়েছে। আমরা আক্ষরিক অর্থে আগের জীবনকে স্মরণ করতে পারি না! আমাদের হৃদয় পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম, এখন আমাদের সবকিছু রয়েছে।’

সন্তানের আগমনের খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি। শুভেচ্ছা জানিয়েছেন অনন্যা পাণ্ডে, কৃতি শ্যাননসহ বলিউডের অনেক তারকা। তবে নবজাতকের নাম এখনও প্রকাশ করেননি পরিণীতি-রাঘব।
এর আগে শনিবার শ্বশুরবাড়িতে পৌঁছান অন্তঃসত্ত্বা পরিণীতি। রবিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে জন্ম নেয় শিশুটি।

২০২৩ সালের মে মাসে নয়াদিল্লির কাপুরথালা হাউসে বাগদান সেরেছিলেন পরিণীতি ও রাঘব। একই বছরের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে লীলা প্যালেসে রাজকীয় আয়োজনে সম্পন্ন হয় বিয়ে। গত আগস্টে ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করে এই দম্পতি জানিয়েছিলেন—তাদের জীবনে আসছে প্রথম সন্তান। কেকের ওপর লেখা ছিল, ‘এক যোগ এক সমান তিন।’
দীপাবলির ঠিক আগে তাদের ঘরে এলো নতুন আলো। এই উৎসবের সময়টা পরিণীতি ও রাঘবের জীবনে হয়ে উঠল একেবারেই বিশেষ।

কমেন্ট বক্স