মালয়েশিয়ার পাসপোর্ট এখন শক্তিমত্তার দিক থেকে যুক্তরাষ্ট্রের সমান স্থানে অবস্থান করছে। বিশ্বের অন্যতম প্রভাবশালী পাসপোর্ট সূচক হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫-এর অক্টোবর সংস্করণে এ তথ্য উঠে এসেছে। হেনলি পাসপোর্ট ইনডেক্সে এবার মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের সমান স্থানে (১২তম) অবস্থান নিয়েছে। দুই দেশের নাগরিকই বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৮০টিতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।
লন্ডনভিত্তিক গ্লোবাল সিটিজেনশিপ ও রেসিডেন্স পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স জানায়, যুক্তরাষ্ট্রের পাসপোর্ট এক দশক আগে ২০১৪ সালে প্রথম স্থানে ছিল, তবে এরপর থেকে এর শক্তি ক্রমেই কমেছে। গত মাসে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো শীর্ষ ১০-এর বাইরে চলে যায় এবং এবারও ১২তম অবস্থানে রয়েছে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান এইচ. কাইলিন বলেন, “গত এক দশকে যুক্তরাষ্ট্রের পাসপোর্টের শক্তি হ্রাস পাওয়া কেবল র্যাংকিং পরিবর্তন নয়— এটি বৈশ্বিক চলাচল ও কূটনৈতিক প্রভাবের ভারসাম্যে এক মৌলিক পরিবর্তনের ইঙ্গিত।”
কাইলিন আরও বলেন, “যেসব দেশ উন্মুক্ততা ও সহযোগিতা গ্রহণ করছে তারা এগিয়ে যাচ্ছে, আর যারা অতীতের বিশেষাধিকারের ওপর নির্ভর করছে তারা পিছিয়ে পড়ছে।”
গত বছর মালয়েশিয়ার পাসপোর্ট ছিল বিশ্বের ১১তম শক্তিশালী, তবে এবার এক ধাপ নেমে ১২তম হয়েছে। তবুও মালয়েশিয়ানরা সামাজিক যোগাযোগমাধ্যমে গর্ব প্রকাশ করা হয়েছে, কারণ তাদের পাসপোর্টে “বিশ্বের প্রায় সব দেশেই ভিসামুক্ত প্রবেশাধিকার” মেলে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় সিঙ্গাপুর প্রথম স্থানে রয়েছে, যার মাধ্যমে ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায়। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপান।
এদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়েও ছয় ধাপ পিছিয়ে ১০০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৮টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। এর আগে চলতি বছরের (২০২৫ সালের) জুলাই মাসে বাংলাদেশের পাসপোর্ট ৯৬তম স্থানে ছিল।
হেনলি পাসপোর্ট ইনডেক্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-এর এক্সক্লুসিভ তথ্যের ভিত্তিতে ২২৭টি দেশ ও অঞ্চলে ভ্রমণ স্বাধীনতা পরিমাপ করে।
এতে ১৯৯টি পাসপোর্টের র্যাংক নির্ধারণ করা হয়, যা ভিসা নীতির পরিবর্তনের ওপর ভিত্তি করে বছরে একাধিকবার আপডেট হয়।
ঠিকানা/এসআর