Thikana News
১৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি গঠন

বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি গঠন ছবি : সংগৃহীত



 

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নেতৃত্বে ৭ সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ১৯ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি বৈঠক শেষে তিনি এ কথা জানান।

 

উপদেষ্টা জানান, এই কমিটি পরবর্তীতে ১২-১৪ জনে উন্নীত হতে পারে। কমিটি আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে।  

 

আগুন লাগার ঘটনায় নাশকতা আছে কিনা কিংবা আগুন আরও দ্রুত নির্বাপন করা যেতো কিনা তা তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।

আগুন নির্বাপনে সরকারি সক্ষমতা ও প্রতিষ্ঠানের দায়ও তদন্ত করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, আগুন লাগার মতো ঘটনাগুলোতে প্রযুক্তিগত সক্ষমতা ও অক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে। সীমাবদ্ধতা কিনা তদন্ত করে জানা যাবে। 

 

তিনি বলেন, আগুন লাগার ঘটনা তদন্তের ক্ষেত্রে সরকারের কারিগরি ঘাটতি আছে। সিভিল এভিয়েশনের ফায়ার সেফটি ছিল, কিন্তু নির্বাপন করার সক্ষমতা ছিল না।

 

ঠিকানা/এএস


কমেন্ট বক্স