ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। ১৯ অক্টোবর (রবিবার) বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্পন্ন হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে ১৮ অক্টোবর (শনিবার) দুপুর সোয়া ২টায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।
একই সঙ্গে কাজ করেন নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল এভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। ওই দিন রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। রবিবারও সেখান থেকে ধোঁয়া নির্গত হয়।
ঠিকানা/এএস