Thikana News
১৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রান্দ্রিয়ানিরিনা

মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রান্দ্রিয়ানিরিনা ছবি : সংগৃহীত



 
জেন–জি বিক্ষোভের মুখে মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এবার দেশটির সামরিক বাহিনীর একজন কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা শপথ নিয়েছেন। আজ ১৭ অক্টোবর (শুক্রবার) দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি।

এরই মধ্যে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত অভ্যুত্থানকে বৈধতা দিয়েছে। নিরাপত্তা বাহিনীর বড় অংশই নতুন প্রেসিডেন্টকে সমর্থন দিয়েছেন। 

শপথ নিয়ে নতুন প্রেসিডেন্ট বলেন, আমি সম্পূর্ণ ন্যায়পরায়ণ ও দায়িত্বশীলভাবে মাদাগাস্কারের রাষ্ট্রপতি হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করবো।

এর আগে, জেন-জি বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। দেশটির তিন-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। বিশ্ব ব্যাংকের তথ্যনুযায়ী, ১৯৬০ সালে স্বাধীনতার পর থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির মাথাপিছু জিডিপি ৪৫% কমেছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স